সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলাম ধর্মাবলম্বীরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাচ্ছেন। খবর গালফ নিউজের।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনেও নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে আজ সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় সেখানে চাঁদ দেখা না গেলে কালও রোজা রাখার সিদ্ধান্ত হয়। আর ঈদ হবে বুধবার।
এর আগে, জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়ছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে বুধবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাদের হিসাব–নিকাশ ছিল, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে।
উল্লেখ্য, এবার সবার আগে ঈদুল ফিতরের তারিখ জানায় অস্ট্রেলিয়া। দেশটিতেও বুধবার ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।
/এমএন
Leave a reply