খান ইউনিসে গণকবর, ৫০ জনের মরদেহ উদ্ধার

|

রাতভর ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। ছবি: রয়টার্স

গাজায় বন্ধ নেই ইসরায়েলি আগ্রাসন। রাফার দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার (২১ এপ্রিল) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

তেল আবিবের সেনা প্রত্যাহারের দুসপ্তাহ পর খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি গণকবরের সন্ধান পেয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সেখান থেকে কমপক্ষে ৫০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিন ইসরায়েলি হামলায় এক গর্ভবতী নারী ও ছয় শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রাতভর সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চলেছে গোলাবর্ষণ। যাতে প্রাণ হারিয়েছে অন্তত ৯ ফিলিস্তিনি।

উল্লেখ্য, উপত্যকায় ছয় মাসেরও বেশি সময়ের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৩৪ হাজার। আহত হয়েছে আরও প্রায় ৭৭ হাজার ফিলিস্তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply