যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক

|

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার (২০ এপ্রিল) কংগ্রেসে পাস হয়েছে এ সংক্রান্ত একটি বিল। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এই বিল টিকটককে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে। চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন না হলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটককে বিদায় নিতে হবে। সিনেটের অনুমোদন পেলে সাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।

টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন আইনপ্রণেতারা। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স মূলত বেইজিং ভিত্তিক। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনের কর্মকর্তাদের কাছে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এর আগেও, টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিলো যুক্তরাষ্ট্র।

টিকটক ব্যবহার করে ১৭ কোটি মার্কিন নাগরিক। ব্যবহারকারীদের বেশির ভাগই বয়সে তরুণ। তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply