প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফলে ত্রুটি, মেঘনা-যমুনা সেটের উত্তরপত্র পুনঃমূল্যায়ন চলছে

|

প্রতিকী ছবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ফলাফলে ত্রুটি ধরা পড়েছে। পরীক্ষায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়েছে। ওই দুই সেটের উত্তরপত্র পুনঃমূল্যায়নের কাজ চলছে। আজ রোববার (২১ এপ্রিল) রাত ১২টার মধ্যে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে এই দুই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নে আইআইসিটি ও বুয়েটের কারিগরি টিম কাজ শুরু করেছে। রোববার রাত ১২টার মধ্যে উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে ২৩ হাজার ৫৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply