বাংলাদেশের বিশেষ করে রাজশাহী অঞ্চলের আম অত্যন্ত পছন্দ বলে তা আমদানি করতে চায় চীন। সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চীনা রাষ্ট্রদূত ঘুরেফিরে বারবার আমের প্রসঙ্গই তুলছিলেন। চীন বাংলাদেশ থেকে আসন্ন মৌসুমেই আম নেবে এটা নিশ্চিত। এজন্য দেশটি থেকে একটি অগ্রবর্তী দল জুন-জুলাইয়ের দিকে বাংলাদেশে আসবে।
এক প্রশ্নের উত্তরে আব্দুস শহীদ জানান, বাংলাদেশের কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণে চীন সর্বোতভাবে ভূমিকা রাখবে বলে আশ্বাস দিয়েছেন চীনা রাষ্ট্রদূত।
/এমএন
Leave a reply