গাজা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর

|

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। মরদেহগুলো গাজা শহরের উত্তরাঞ্চলের এলাকা জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত তিনজনের নাম শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। ওই তিনজন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন। খবর, বিবিসি।

জানা যায়, ওই তিনজন গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন। এরপর তাদের মরদেহগুলো গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে আইডিএফ। সেগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এটিকে হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। হামাসের হামলায় কেবলমাত্র ওই ফেস্টিভ্যালেই ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে ছিলেন এই তিনজনও। সেদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক নিহত হন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply