চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমান বন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে একটি লরি। এ ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির ধাক্কায় পানিতে পড়ে যান ৪ পথচারী। এক নারীসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমান নামে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে সাকিব নামে ৬ বছরের এক শিশু। ধারণা করা হচ্ছে পানিতে লরির নিচে চাপা পড়ে আছে শিশুটি৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ জানায়, একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় লরিটি। লরি চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।
/এএস
Leave a reply