‘মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন’

|

আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে আরও চাপ না দিলে তারা রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগী হবে না। এমন আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সকালে রাজধানীর বিজ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট: বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। জানান, দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এই চাপ অব্যহত থাকা প্রয়োজন। দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও জানান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, মিয়ানমারকেই রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফিরিয়ে নিতে হবে সব রোহিঙ্গাদের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply