ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার

|

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার (২০ মে) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ মুখবার ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর খুজেস্তান প্রদেশের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম রাইসির মতো মুখবারও আয়াতুল্লাহর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইব্রাহিম রাইসি ২০২১ সালে নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর মোহাম্মদ মুখবার তার মন্ত্রিসভার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন। 

উল্লেখ্য, মোহাম্মদ মুখবার ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহের সেন্টার ফর এক্সিকিউশন অব ইমাম খোমনিস অর্ডার বিভাগের প্রধান ছিলেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply