বিশ্বকাপের আগে শেষ সিরিজ, রাতে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

|

মেলবোর্নে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে দুদল

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি হিসেবে থ্রি লায়ন্সদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। ২২ মে শুরু হওয়া চার ম্যাচের এ সিরিজ শেষ হবে ৩০ মে। মাঝের দুটি ম্যাচ রয়েছে মাসের ২৫ ও ২৮ তারিখে।

সবশেষ অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর রানার্সআপের এই সিরিজে রয়েছে বাড়তি উন্মাদনা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শিরোপা রক্ষার প্রস্তুতি হিসেবে জস বাটলার নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে লিডস, বার্মিংহাম, কার্ডিফ ও লন্ডনের দ্য ওভালে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সিরিজের বাকি তিন ম্যাচ গড়াবে রাত সাড়ে ১১টায়।

দুদলের স্কোয়াড:

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, ফিলিপ সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি, মার্ক উড, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, টম হার্টলি।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আজম খান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাদাব খান, হাসান আলি, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, উসমান খান, আগা সালমান।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply