কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক ঘর। শুক্রবার (২৪ মে) বেলা এগারোটার দিকে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে।
মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৯টি টিম। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ধারণা, ক্যাম্পের একটি গোডাউনের সোলার প্যানেলের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে রোহিঙ্গাদের ২ শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
/এনকে
Leave a reply