ঘূর্ণিঝড় রিমাল: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, থাকতে পারে আরও ‍দুদিন

|

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। লক্ষ্মীপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজার জেলার অনেক এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর সোমবার (২৭ মে) সকাল থেকে সারাদেশে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। যা আরও দুইদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া, জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।

জলোচ্ছাসে ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা ও লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নোয়াখালীর দ্বীপ ও চরাঞ্চলগুলোও জলোচ্ছাসে প্লাবিত হয়। এছাড়া, কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

এর আগে, রোববার (২৬ মে) ঘূর্ণিঝড়ে প্রভাবে দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। এছাড়া অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানানো হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply