প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পরও বেঁচে ছিলেন সঙ্গে থাকা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি হাশেম। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তাসনিম নিউজসহ ইরানের বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানের সঙ্গে সফর করছিলেন আয়াতুল্লাহ হাশেম। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ধ্বংস্তুপের মধ্যেই ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এই ধর্মীয় নেতা। এসময় তিনি হেলিকপ্টারের প্রধান পাইলট কর্নেল তাহের মোস্তাফাভির সাথেও ফোনে যোগাযোগ করেন। এ ঘটনার পর ইরানের জ্বালানিমন্ত্রীও যোগাযোগের চেষ্টা করেন আয়াতুল্লাহ আলি হাশেমির সঙ্গে।
প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ অনেকে। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।
/এএম
Leave a reply