ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আরবিবি ইট ভাটায় মাটি খুঁড়ে স্বর্ণ পাওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ছিলো বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, সাধারণ মানুষ না জেনে, না বুঝে স্বর্ণ পাওয়ার আশায় ভাটার মাটি খুঁড়েছে। বিষয়টি নজরে আসলে ব্যবস্থা নেয় পুলিশ।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। পরে অনুসন্ধানে পাওয়া যায় বিষয়টি সম্পূর্ণ গুজব। এসময় মানুষকে গুজবে কান না দেয়ার আহ্বান জানায় পুলিশ।
উল্লেখ্য, সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় বেশ কিছুদিন ধরেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আরবিবি ইট ভাটায় মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছিলেন শত শত মানুষ। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত শনিবার (১৫ মে) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘটনাস্থল ও ভাটার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
/এমএইচ
Leave a reply