প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনস’র ক্রু আটক

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন কাস্টমস ও এনএসআই এর যৌথ অভিযানে প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোকেয়া খাতুন নামে সৌদি এয়ারলাইনস এর এক কেবিন ক্রু’কে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে এসভি-৮০৪ ফ্লাইটটি রিয়াদ থেকে ঢাকা এসে অবতরণ করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশি করা হয়।

তিনি আরও জানান, এ সময় তার কাছে করে ১১ টি স্বর্নের বার, ৮টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply