যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপে যেসব রেকর্ড দেখতে পারে ক্রিকেটবিশ্ব

|

শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বাধিক ২০ দেশ। দল বাড়ার কারণে বাড়ছে ম্যাচ খেলার সুযোগও। আর তাই এবারের বিশ্বকাপে থাকছে রেকর্ড ভাঙা গড়ার সুযোগ, নানা মাইলফলকের সামনে দাঁড়িয়ে তারকা ক্রিকেটাররা।

এক বিশ্বকাপে সর্বাধিক রানের নতুন কীর্তি দেখা যেতে পারে এবারের আসরে। এখন পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান টি-টোয়েন্টির এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে উইকেটের বিচারে এক বিশ্বকাপে সবার ওপরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ সংখ্যা বেশি থাকায় এবারের আসরে সুযোগ থাকছে সেই রেকর্ড ভাঙার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি চার হাঁকানোর রেকর্ড শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের দখলে। ১১১টি চার মেরে টেবিলের শীর্ষে থাকার কীর্তি গড়েছেন তিনি। তবে এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন ভিরাট কোহলি। ১০৩টি চার হাঁকিয়ে জয়াবর্ধনের পিছনেই রয়েছেন ভিরাট। এই বিশ্বকাপে মাত্র ৯টি চার হাঁকালেই সর্বোচ্চ চারের রেকর্ড গড়বেন তিনি। ৯১ চার নিয়ে তালিকার তিন নাম্বারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চারে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে সবার উপরে আছেন এবি ডিভিলিয়ার্স। অবসরে যাওয়া এবির রেকর্ড ভাঙার সুযোগ থাকছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের সামনে। ২১টি ক্যাচ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্নার। আর মাত্র ৩টি ক্যাচ নিলেই সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড যাবে ওয়ার্নরের ঝুলিতে। এছাড়া রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সমান ১৬টি করে ক্যাচ। সুযোগ থাকছে তাদের সামনেও।

এখনও পর্যন্ত কোনো দল আইসিসির সব প্রতিযোগিতা ধারাবাহিকভাবে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে সেই বিরল রেকর্ড গড়ার। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেই তিন সংস্করণে বিশ্বমঞ্চে আইসিসির ট্রফি উঁচিয়ে ধরে নতুন ইতিহাস গড়বে অস্ট্রেলিয়া।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply