যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনকারী রণতরীতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। শুক্রবার (৩১ মে) লোহিত সাগরে ইউএসএস আইজেনহাওয়ার নামের ওই রণতরীতে মিসাইল হামলার দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র।
হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, লক্ষ্য নির্ভুল ও সরাসরি ছিল।
তবে এ হামলার ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দফায় দফায় হামলা চালিয়ে হুতিদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এমন মন্তব্যও করেন গোষ্ঠীটির মুখপাত্র।
এর আগে, ইয়েমেনে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে প্রাণ যায় অন্তত ১৬ জনের। জবাবে, রণতরীটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে, বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
/এনকে
Leave a reply