যমুনা টিভির সংবাদকে বিকৃত করে ভুয়া তথ্য প্রকাশ

|

‘পায়ুপথে স্বর্ণ নিয়ে ধরা, গ্রেফতার বিমানবালা’ শিরোনামে একটি সংবাদ আজ শনিবার (১ জুলাই) যমুনা টেলিভিশনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিশ হয়। এ নিয়ে একটি ফটোকার্ডও দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে এই শিরোনামটিকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ঘুরতে দেখা যায়। যা আসলে ভুয়া। এই ধরনের সংবাদ যমুনা টেলিভিশন পাবলিশ করেনি।

সেখানে দেখা যায় বাংলাদেশের একটি ছাত্র সংগঠনের এক নেত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। যমুনা টেলিভিশন এর তীব্র নিন্দা জানায়।

মূল খবরটি ছিলো, পায়ুপথে স্বর্ণ নিয়ে পাচারের অভিযোগে এক বিমানবালা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

অভিযুক্ত ওই নারীর নাম, সুরভী খাতুন। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।

দেশটির ডিরেক্টোরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরাই) জানায়, ওই নারী ওমানের রাজধানী মাস্কাট ফেরত একটি ফ্লাইটে কান্নুর এয়ারপোর্টে পৌঁছলে তাকে দেখে সন্দেহ হয়, এরপর তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পর বিমানবালাকে জিজ্ঞাসাবাদের পর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়। সেখানে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply