ঈদুল আজহার পর অফিস সময় ৯-৫টা হচ্ছে

|

প্রতীকী ছবি।

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহার পর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো।

আজ সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইদের পর থেকে এই সূচিতে চলবে অফিস। এতদিন এটা ছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, যা ২০২২ সালে করা হয়েছিল।

প্রসঙ্গত, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে এই সূচিতেই চলছে সরকারি অফিস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply