বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে কখনই আশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ যুদ্ধে বিশ্বাসী নয়। রোহিঙ্গা সংকট কূটনৈতিক প্রচেষ্টায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুব দ্রুত তিনি মিয়ানমার সফরে যাচ্ছে। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মিয়ানমারের নাগরিকদের ফেরত নেয়া হবে মিয়ানমার সরকারের এমন অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অনুপ্রবেশ করা প্রত্যেক নাগরিকের আইডি কার্ড করা হয়েছে। তারা যে মিয়ানমারের নাগরিক সেই প্রমাণপত্র তাদের হাতে তুলে দেয়া হবে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply