পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু 

|

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে মো. সোহাগ গাজী (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৫ জুন) ভোরে উপজেলার কালিশুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামে। তিনি পেশায় একজন শ্রমিক।

নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার রুবেল তালুকদার (৫০) ঢাকা থেকে লঞ্চে করে ধূলিয়া লঞ্চঘাটে নামবেন, এমন খবর শুনে সোহাগ অটোরিকশা নিয়ে ধূলিয়া লঞ্চঘাটে যান। ইউপি সদস্য রুবেল ভোরে ওই ঘাটে নামার পর তাকে নিয়ে এলাকার পথে রওনা দেন সোহাগ। ফেরার পথে ভোর সোয়া পাঁচটার দিকে কালিশুরী বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সোহাগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির অভিভাবকের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply