শুরু হয়েছে বহুল প্রত্যাশিত সংলাপ। গণভবনে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ সদস্যের দলের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ২১ সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।
ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর কামালের পাঠানো চিঠির জবাবে সংলাপের আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সংলাপের উদ্দেশে বিকেল ৫টার পর ড. কামালের বেইলি রোডের বাসা থেকে রওনা হন ঐক্যফ্রন্টের নেতারা। তাদের আগেই গণভবনে পৌছে যান আওয়ামী লীগ ও ১৪ দলের বেশিরভাগ নেতা। তবে, সংলাপের বিষয়বস্তু নিয়ে রয়ে গেছে, বৈপরিত্য। ঐক্যফ্রন্ট ৭ দফা ও ১১ লক্ষ্যের কথা বললেও ক্ষমতাসীনরা জানিয়েছে, আলোচনা হবে সংবিধানের আলোকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দল ও জোটের ২৩ নেতা অংশ নিচ্ছেন এই সংলাপে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের পক্ষে অংশ নিচ্ছেন ২১ জন।
Leave a reply