চুয়াডাঙ্গায় ‘অজ্ঞানপার্টি’ চক্রের ৬ সদস্য গ্রেফতার

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই চক্রটি বিভিন্ন পন্থায় মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নিতো বলে জানিয়েছে ‍পুলিশ। চুয়াডাঙ্গার কয়েকটি পশুহাটে ও যাত্রীবাহী বাসে ফাঁদ পেতে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে নগদ টাকা লুটে নেয় এই চক্রটি।

শনিবার (৮ জুন) দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ এ তথ্য জানান।

গ্রেফতার আসামিরা হলেন, বাগেরহাট জেলার বাচ্চু মাঝি (৪৮), চুয়াডাঙ্গা জেলার হাসেম আলী (৪৮), সালামত (৫৫), শাহাবুদ্দিন শুকচাঁন (৩০), ইব্রাহিম (৫০), আব্দুর রাজ্জাক (৪৭)। তাদের বিরুদ্ধে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত কয়েকদিন পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় তাদের কাছ থেকে চেতানানাশক পাউডার ও ওষুধ মিশ্রিত জুস উদ্ধার করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply