হেনড্রিকসের পর ডি-কককে সাজঘরে পাঠালেন তানজিম সকিব

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ছক্কা মেরে রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। তবে প্রথম ওভারের শেষ বলে রেজা হেনড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তানজিম সাকিব। সাজঘরে ফিরিয়েছেন প্রোটিয়া অধিনায়ক রেজা হেনড্রিকসকে।

সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। আগে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিম সাকিবের উপর চেপে বসেছিলেন কুইন্টেন ডি কক। বিশাল ছক্কা ও চারের পর সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দেন রেজা হেনড্রিকসকে। স্ট্রাইক পেয়ে প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হয়ে গেছেন প্রোটিয়া ওপেনার। ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে পায়ে লাগিয়ে ফেরেন তিনি। ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দেন কুইন্টেন ডি কক। তবে ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে ডি ককের ঝড় থামান তানজিম সাকিব। তানজিমের বলে পুল করতে গিয়ে ব্যাটে পাননি বাঁহাতি ওপেনার। উড়ে যায় তার স্ট্যাম্পের বেলস। ১৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply