হেরোইন নিয়ে ধরা পড়লো মাদরাসার অফিস সহকারী

|

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুরের গাংনীতে ৭ গ্রাম হেরোইন নিয়ে মাদরাসার অফিস সহকারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে পিন্টু (৪৬) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে কুলবাড়িয়া দাখিল মাদরাসার অফিস সহকারী আলহাজ্ব (২৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী তিন রাস্তা মোড় এলাকার হোটেলের সামনে থেকে ৭ গ্রাম হেরোইনসহ পিন্টু ও আলহাজ্বকে আটক করে পুলিশ। আটককৃত পিন্টু ও আলহাজ্ব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply