‘বাজেটে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হয়েছে’

|

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। বললেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বৈদশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ওপরেও জোর দেয়া হয়েছে।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি।

জারা জাবীন মাহবুব বলেন, এবারের বাজেটের আকার বৃদ্ধি রক্ষণশীল ও সর্বনিম্ন। এটি বাজেট সমন্বয় ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ব্যয় গত বছরের তুলনায় কম বৃদ্ধি করা হয়েছে। এটি রিজার্ভকে স্থিতিশীল করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আইসিটি খাতের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাজেটে আউটসোর্সিং, ওয়েব হোস্টিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিসের কর অব্যাহতি বাদ দেয়ার প্রস্তাব করা হয়েছে। এগুলো উদীয়মান সম্ভাবনাময় খাত। এ সময় এসব খাতগুলো স্থিতিশীল অবস্থানে না পৌঁছানো পর্যন্ত কর অব্যাহতির দাবিও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply