মিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ২

|

রাজধানীর মিরপুরে এক সাংবাদিকসহ দুইজনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজ ও অটোরিকশা চালক হানিফ। তারা দু’জনে সবুজ বাংলা আবাসিক এলাকার বাসিন্দা।

আহত প্রান্ত পারভেজ অভিযোগে জানান, স্থানীয় কিশোর গ্যাং নেতা মোস্তাফিজুর রহমান পারভেজের নেতৃত্বে বাহাদুর, সাগরসহ বেশ কয়েকজন প্রথমে অটোরিকশা চালক হানিফকে মারধর করে। পরবর্তীতে তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করে গ্যাংয়ের সদস্যরা। তারা ধারালো ছুরি (অ্যান্টি কাটার) ও সুইচ গিয়ার দিয়ে হামলা করে।

প্রান্ত বলেন, হামলার পর প্রথমে থানা পুলিশকে কল করেন। পরবর্তীতে ৯৯৯ এ কল করলে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, হামলাকারীদের প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সদস্য। বেশ কয়েকদিন আগে কিশোর গ্যাং নিয়ে নিউজ করলে তারা ক্ষুব্ধ হয়।

এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুন্সি আল আমিন বলেন, এক সাংবাদিকসহ দুইজনের ওপর হামলার অভিযোগ পেয়ে দুটি ফোর্স পাঠানো হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply