পেরুতে প্রথম গভীর মেগাপোর্ট নির্মাণ করছে চীন

|

দক্ষিণ আমেরিকার পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গভীর মেগাপোর্ট নির্মাণ করছে চীন। বিশ্লেষকদের ধারনা, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হবে। বৃহস্পতিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই সমুদ্রবন্দর নির্মাণ করছে চীনের শিপিং কোম্পানি কসকো। চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই বন্দর উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে। 

প্রায় ৩৫০ কোটি ডলারে নির্মাণাধীন এই প্রকল্প দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রথম প্রশান্ত মহাসাগর উপকূলে নির্মিত বন্দর। বন্দরটি প্রায় ৬০ ফুট গভীর পানিতে নির্মিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বন্দর এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। এ ছাড়া অঞ্চলটির দেশগুলোতে চীনা ইলেকট্রিক কার ও অন্যান্য পণ্যের আমদানি বাড়াবে।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply