কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ১০ ফুট লম্বা এক‌টি মৃত ডলফিন ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে ডলফিনটি বোটলনোজ প্রজাতির। শুক্রবার (১৪ জুন) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় ঢেউয়ের সাথে সৈকতের বালুতে আটকে পড়ে ডলফিনটি। দুই থেকে তিনদিন আগে ডলফিনটি মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানান তিনি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আজ শুক্রবার হওয়ায় দেশের বি‌ভিন্ন স্থান থেকে পর্যটকরা সৈকতে আসবে। ডলফিনটি থেকে যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয়, তাই দ্রুত ডল‌ফিন‌টিকে দ্রুত মা‌টি চাপা দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply