প্রথম দিন শেষে ভালো অবস্থানে জিম্বাবুয়ে

|

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে ভালো অবস্থানে থেকে প্রথমদিন শেষ করেছে জিম্বাবুয়ে। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৬ রান।

আজ শনিবার সকালে সাবেক অধিনায়ক আকরাম খানের হাতে ঘণ্টা বাজিয়ে শুরু হয় সিলেটের অভিষেক টেস্ট। টস হেরে ফিল্ডিং করতে নেমে ৩৫ রানে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। আউট করেন ওপেনার চেরিকে। ঠিক ১১ রান পর ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট তুলে নেন এই স্পিনার।

তবে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন হ্যামিল্টন মাসাকাদজা। ৫২ রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান আবু জায়েদ রাহী। বিপজ্জনক হয়ে উঠার আগে ১৯ রান করা সিকান্দার রাজাকে ফেরান নাজমুল অপু। তবে ফিফটি তুলে নেয়া শন উইলিয়ামসকে ৮৮ রানে ফেরান মাহমুদুল্লাহ। দিন শেষে পিটার মুর ৩৭ আর রেগিস চাকাবা অপরাজিত আছেন ২০ রানে।

দেশের ৮৯ ও ৯০ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু ও পেস অলরাউন্ডার আরিফুল হকের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply