১৪ বছর আগের মন্তব্যের জন্য জেলে যাবেন অরুন্ধতী রায়?

|

১৪ বছর আগে করা মন্তব্যের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ এর আওতায় মামলা শুরুর অনুমতি পেয়েছে দিল্লি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

২০১০ সালে দিল্লিতে ‘আজাদি: দ্য ওনলি ওয়ে’ শীর্ষক আলোচনা সভায় অরুন্ধতী রায় বলেছিলেন, ‘কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। আর এটি একটি ঐতিহাসিক সত্য। এমনকি তা মেনে নিয়েছে ভারত সরকারও।’

ওই বক্তব্যের পর অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে উসকানির অভিযোগ ওঠে। দায়ের হয় একাধিক মামলা। তবে উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে বাতিল হয়ে যায় মামলাগুলো। নতুন করে আবার বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।

মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সমালোচকদের দমাতে ‘ইউএপিএ’ আইনকে ব্যবহার করছেন তারা।

উল্লেখ্য, অরুন্ধতী রায় তার উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ এর জন্য ১৯৯৭ সালে বুকার পুরস্কার পান। তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিভিন্ন বৈষম্য নিয়ে সবসময় সোচ্চার থাকেন।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply