ঈদের এই সময়ে চিড়িয়াখানায় দেখা গেছে দর্শনার্থীদের ভীষণ ভিড়। আবহাওয়া স্বস্তিদায়ক হওয়ায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেছেন অনেকে। দিনের শুরুতেই মিরপুর চিড়িয়াখানাতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। কুরবানির ঈদের ব্যস্ততা শেষে সবাই অবসর সময়টুকু কাজে লাগাতে চলে যান সকাল সকাল।
সপরিবারে চিড়িয়াখানায় গিয়ে সবাই ব্যস্ত পশু পাখি দেখা নিয়ে। অনেকে সাথে করে নিয়ে গেছেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের। প্রতিটি খাঁচার সামনেই দর্শনার্থীদের উৎসুক দৃষ্টি।
অনেকের জন্য এবারই চিড়িয়াখানাতে প্রথম আসা। বৈচিত্র্যে ভরা সব পশুপাখি দেখে খুশি ছোট সোনামণিরা। ওদের উচ্ছ্বাস সংক্রমিত হয় মা-বাবাদের মধ্যেও।
চিড়িয়াখানার ভেতরেই আছে শিশুপার্ক। সেখানেও মানুষের দীর্ঘ সারি। ঘুরে ঘুরে পশুপাখি দেখা শেষে অনেকে চড়েন রাইডসে।
রাজধানীতে এখন ঈদ বিনোদনের আরেক অনুষঙ্গ মেট্রোরেল। অনেকেই ঈদ উপলক্ষে মেট্রো ভ্রমণে বের হন। এবারও এমন অনেকেই ছিলেন যারা আগে কখনও মেট্রোরেল চড়েননি। সময় সাশ্রয়ী হওয়ায় অনেকেই মেট্রোরেলে করে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে বের হন।
এটিএম/
Leave a reply