‘নেতানিয়াহুর দিন ঘনিয়ে আসছে’

|

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার দিন ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

নেতানিয়াহুর সমালোচনা করে লাপিদ বলেন, ‘যুদ্ধের কারণে নেতানিয়াহু ইসরায়েলের যে ‘অকল্পনীয়’ ক্ষতি করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এছাড়াও বন্দিদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় দেশের মানুষের বিশ্বাস হারিয়েছেন তিনি।’

গত ৭ অক্টোবরে হামাসের হামলা প্রসঙ্গে লাপিদ বলেন, ‘ওই হামলার দায় নেতানিয়াহু প্রশাসনের। কারণ, দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেননি তিনি। এখন যা করছেন, তাতে সারাবিশ্বে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’

‘এই ক্ষতি মেরামত করতে আমাদের অনেক বছর লাগবে। যখন তিনি চলে যাবেন, তার নামে একটি ঝর্ণাও কিংবা সড়ক-ও থাকবে না। সবাই তাকে কেবলমাত্র ৭ অক্টোবরের জন্য স্মরণ করবে।’ লাপিদ যোগ করেন।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ল্যাপিড ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘নেতানিয়াহুর সরকারের পতন হবে শীঘ্রই এবং চলতি বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতানিয়াহুকে কারাগারের পিছনে দেখার কোন ব্যক্তিগত ইচ্ছা নেই, তবে নেতানিয়াহু ক্ষমা পাওয়ার যোগ্য নয়।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply