দাবানলের তীব্রতা কমছেই না যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। বুধবার (১৯ জুন) আগুনের কারণে প্রাণ হারিয়েছে অন্তত ২ জন। খবর এনবিসি নিউজের।
ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কাছাকাছি এলাকার অনেক বাসিন্দা। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় ১৫শ’ বাড়ি-ঘর। ধ্বংস হয়েছে রাজ্যটির দক্ষিণাঞ্চলের ২৩ হাজার একরের বেশি বনাঞ্চল। এরইমাঝে ৮ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। জারি রয়েছে জরুরি অবস্থা। এখনও কাছাকাছি এলাকার বাসিন্দাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।
উল্লেখ্য, গত ৩ দশক ধরেই নিউ মেক্সিকোতে চলছে তীব্র খরা। ভয়াবহ দাবানলের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও প্রচণ্ড দাবদাহকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
/এএম
Leave a reply