ভোগান্তি কমছে না সিলেটে পানিবন্দি লাখো মানুষের

|

সিলেটে নদ-নদীর পানি কমতে থাকলেও ভোগান্তি কমছে না পানিবন্দি লাখ লাখ মানুষের। সুপেয় পানি ও খাবার সংকটে চরম কষ্টে দিন কাটছে তাদের।

শুক্রবার (২১ জুন) সরেজমিন দেখা যায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ওপর দিয়েই বইছে। এদিকে সিলেট নগরীর বিভিন্ন সড়ক থেকে পানি নামতে শুরু করেছে।

তবে, নিচু এলাকার বাড়িঘর এখনও জলমগ্ন। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও জেলার ৯ লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। দুর্গত এলাকায় সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। ৪০০ আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন কাটছে ২০ হাজারেরও বেশি মানুষের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply