আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত: কানাডা কোচ

|

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোরে পর্দা উঠেছে ৪৮ তম কোপা আমেরিকার। টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-০ ব‍্যবধানে হেরে গেছে প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলতে আসা কনকাকাফের (উত্তর আমেরিকান ফুটবল ফেডারেশন) দল কানাডা। তবে ম্যাচের ফলাফলে নিজ দলের হারের পাশাপাশি দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে মাঠে আসতে দেরি করে প্রতিপক্ষ আলবিসেলেস্তেরা। দুইয়ে মিলে বেজায় চটেছেন কানাডার কোচ জেসি মার্শ। আর্জেন্টিনার শাস্তিও দাবি করেছেন তিনি।

বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে কিছুক্ষণ পর। ম‍্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মার্শ। তিনি বলেন, যখন আমরা অপেক্ষা করছিলাম, আমি জানি তারা (আলবিসেলেস্তেরা) ভিডিও দেখছিল এবং আমাদের বিপক্ষে কীভাবে খেলবে তা বিশ্লেষণ করছিল। যদি আমরা পাঁচ মিনিট দেরি করতাম, তাহলে আমাদের জরিমানা করা হতো। বড় ধরনের ঝামেলায় পড়তাম। দেখা যাক, আর্জেন্টিনার ক্ষেত্রে কী ঘটে। আমার ধারণা ওদের জরিমানা হতে পারে।

মার্শ আরও বলেন, এটা অনেক লম্বা সময়। আমাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কীভাবে খেলতে চায় এর প্রস্তুতি নেয়ার সময় তারা পেয়েছে। যদি আমরা সময়ের আগেই জানতাম যে, আমরা ১০ মিনিট বাড়তি সময় পাব তাহলে কিছু কিছু ব‍্যাপারে আরও প্রস্তুতি নিতে পারতাম। মার্শ মনে করেন, দেরিতে আসা সময়টুকুতে আর্জেন্টিনা যে প্রস্তুতি নিয়েছে, সেটাই ম‍্যাচে ব‍্যবধান গড়ে দিয়েছে।

উল্লেখ্য, আগামী বুধবার (২৬ জুন) ভোরে ক‍্যানসাসে পেরুর বিপক্ষে নিজেদের পরের ম‍্যাচে খেলবে কানাডা। একই দিন সকালে নিউ জার্সিতে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply