বাংলাদেশকে সাড়ে দশ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

|

দুইটি প্রকল্পে বাংলাদেশের জন্য ৯০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১১৭ টাকা ২৫ পয়সা ধরলে বাংলাদেশি টাকায় যা ১০ হাজার ৫৫২ কোটি টাকা। গতকাল শুক্রবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বৈঠকে এ ঋণের অর্থ অনুমোদন দেয়া হয়। আজ শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেকসই জলবায়ু-সহনশীল প্রবৃদ্ধি এবং শহরের অবকাঠামো ও ব্যবস্থাপনার জন্যে দুইটি প্রকল্পে এই ঋণ অনুমোদন করে বিশ্বব্যাংক।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, নতুন এই অর্থায়ন বাংলাদেশকে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাহায্য করবে। আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনায় উচ্চমধ্যম আয়ের অবস্থার উন্নয়ন ঘটাবে।

বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন বলেন, বিনিয়োগ বাড়াতে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ পড়াদের জন্য অর্থপ্রাপ্তি ব্যবস্থা উন্নত করতে একটি ভালো কার্যকর আর্থিক খাত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply