সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ইউনিয়নে নয় নম্বর সোরা গ্রামে মালীবাড়ির সামনে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। শনিবার (২২ জুন) দুপুরের পর থেকে ৩০ মিটার এলাকাজুড়ে এমন ভাঙন শুরু হয়। ভাঙনের ফলে বাঁধের কিছু অংশ অবশিষ্ট রয়েছে।
এ ঘটনায় গ্রামবাসীর মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাঁধটি ভেঙে গেলে গাবুরার নয়টি গ্রাম প্লাবিত হবে। মাছের ঘের, বসতবাড়ি সব ভেসে যাবে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আকস্মিক বাঁধে ভাঙন দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধের ভয়াবহ অবস্থা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বাঁধ মেরামত না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবে না বলেও জানান তিনি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন জানান, বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে অবস্থা একটু খারাপ। আকষ্মিক এমন ভাঙন দেখা দিয়েছে। আমরা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনাস্থলে জিও বস্তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা রওনা হয়েছেন বলেও জানান তিনি।
/এএস
Leave a reply