লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোগানের

|

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিয়েপ তাইয়েপ এরদোগান। বুধবার (২৬ জুন) দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা।

এরদোগান বলেন, পশ্চিমাদের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। যা অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয়। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সবাইকে বলবো, লেবাননের জনগণের পাশে দাঁড়ান।

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়েকজন নেতা রয়েছেন, তাদের অন্যতম তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানাপোড়েন বাড়ছে। যা সর্বাত্মক ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply