একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রধানমন্ত্রী

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে ১৪ দলের নেতাদের সাথে সংলাপে সূচনা বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ১০ বছরে দেশে যত নির্বাচন হয়ছে সবগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশর উন্নয়ন হয়- বাংলাদেশের মানুষ সেটি বিশ্বাস করেন। মানুষ নিজেদের উন্নতির জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ভোট গণতান্ত্রিক অধিকার। নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে এতে কোনো সংশয় নেই বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply