সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ

|

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের জমির মালিকানা নিয়ে এবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে জমির মালিকানা দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে সংবাদ সম্মেলন করেনমোহাম্মদ আলী, নাছির উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি।

এসময় গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে ফিরে যাওয়ার সময় তাদের ধাওয়া করে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply