লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অভিযানে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। অনেক কাঠখড় পুড়িয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে যেতে রোববার (৭ জুলাই) সকালে শক্তিশালী উরুগুয়ের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে সেলেসাওদের। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে খেলাটি।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কাও খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল পাচ্ছেন না দলের সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে। গ্রুপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন ভিনি। টানা দুই ম্যাচের হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য দলের বাহিরেই থাকতে হবে তাকে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরের শেষ আটের টিকিট কেটেছে উরুগুয়ে। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। গ্রুপ রানার্সআপ হওয়া ব্রাজিল তিন ম্যাচের কেবল একটিতে জিতেছে। ড্র করেছে অন্য দুই ম্যাচে।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ৭৯ বার। যেখানে ৪০টি ম্যাচ জিতেছে ব্রাজিল। উরুগুয়ের জয় আছে ২২টি। বাকি ১৭টি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। কোপা আমেরিকায় ব্রাজিল ও উরুগুয়ে দু’দল মোকাবেলা করেছে ২৬ বার। সেখানে দুই দলেরই জয় সমান ১১টি। বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে।
এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৪ নম্বরে। ১৪ তম স্থানে রয়েছে উরুগুয়ে। শেষবার, গত বছরের অক্টোবরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল।
এই কোপায় জয়ের হ্যাটট্রিক করেই কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। যথেষ্ঠ ফর্মে রয়েছেন দলের প্রতিটি ফুটবলার। সাবেকদের মতে, ব্রাজিলের বিরুদ্ধে ফেভারিট হয়েই মাঠে নামছেন সুয়ারেজরা। এ নিয়ে টানা ৪ আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে।
অন্যদিকে, ম্যাচের আগে উরুগুয়েকে সতর্কবার্তা দিয়ে ওয়েন্ডেল বলেন, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আমরা শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হব। তবে তারাও ব্রাজিল ফুটবলের শক্তি দেখতে পাবে। আমরা কোনো ম্যাচ এখনও হারিনি। দুই ড্রয়ের বিপরীতে একটিতে জিতেছি। আমরা টুর্নামেন্টে এখনও অপরাজিত।
গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল। কোপা আমেরিকার আগে মাত্র চারটি ম্যাচে তার কোচিংয়ে খেলে দলটি। এই দলের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে জানার খুব বেশি সময় পাননি তিনি। কলম্বিয়া ম্যাচ শেষে দরিভাল বলেন, একটু একটু করে এগোচ্ছেন তারা।
কিন্তু দলটির নাম ব্রাজিল বলে কথা। যেকোনো কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মন্ত্র তাদের ভালোই জানা। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার খেলতে পারছেন না কোপা আমেরিকায়। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রকেও পাবে না ব্রাজিল। তাই একটু কঠিনই হবে। তবে, দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই খেলতে শেখার তাগিদও দিলেন সেলেসাও বস দরিভাল।
/ওয়াইবি/এমএইচআর
Leave a reply