ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিধসে নিহত ১২

|

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে একটি স্বর্ণখনি। এতে প্রাণহানি হয়েছে অন্তত ১২ জনের। নিখোঁজ আরও ১৮ জন। খবর ভয়েস অব আমেরিকার।

রোববারের ( ৭ জুলাই) দুর্ঘটনায় নিহতদের সবাই খনি শ্রমিক। মাটির নিচে আটকা পড়ে আছে বাকিরা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে জরুরি বিভাগের প্রায় ২শ’ সদস্য। একে একে উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। তবে বৃষ্টিপাত ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছে তাদের কাজ। নিখোঁজদের উদ্ধারে পাঠানো হয়েছে হেলিকপ্টার।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদেশ অমান্য করে অবৈধভাবে খনিটিতে স্বর্ণ উত্তোলনের কাজ করছিল শ্রমিকরা। টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে ইন্দোনেশিয়ার আরও কয়েকটি অঞ্চলে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। জারি থাকবে সতর্কতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply