জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধস

|

ভয়াবহ ভূমিধসে মুহূর্তেই চাপা পড়লো প্রধান সড়ক। ভারতের জম্মু-কাশ্মিরে হয়েছে এই দুর্ঘটনা।

সোমবার (৮ জুলাই) পুঞ্চ জেলার পাহাড়ি গ্রাম চন্ডীমারে হয় এই ভূমিধস। টানা বৃষ্টির কারণে ধসে যায় পাহাড়ের একাংশ। কাদা-মাটির নিচে চাপা পড়ে প্রধান সড়ক। এর ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এরইমাঝে ধ্বংসস্তুপ অপসারণের কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। তবে বৃষ্টিপাতের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। গেল কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আসাম, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশসহ বিভিন্ন রাজ্য।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply