আর্থিক খাত উন্নয়নে দেশ শোচনীয়ভাবে পিছিয়েছে: ড. আহসান এইচ মনসুর

|

ফাইল ছবি

আর্থিক খাত উন্নয়নে শোচনীয়ভাবে পিছিয়েছে দেশ। প্রতিটি সূচকই এখন নিম্নমুখী। সরকারি-বেসরকারি পর্যায়ে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে ব্যাংক খাত।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে ইআরএফ আয়োজিত ‘ব্যাংকিং খাতের দুরাবস্থার কারণ’ বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

তিনি আরও বলেন, খেলাপি ঋণের যে তথ্য প্রকাশ করা হচ্ছে, আসলে এর পরিমাণ আরও অনেক বেশি। রফতানিরও ভুল তথ্য দেয়া হচ্ছে। কার্পেটের নিচে ঢেকে রাখা হচ্ছে অব্যবস্থাপনার চিত্র।

তার মতে, আর্থিক খাতের সমস্যা সমাধানের পথে হাটছে না নীতি নির্ধারকরা। বরং সমস্যা জিইয়ে রাখা হচ্ছে। কিছু কিছু ব্যাংক তাদের রক্ষা করতে পেরেছে। তবে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম অবস্থা। আর্থিক খাত সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

ব্যাংকের পাশাপাশি বীমা, বন্ড ও পুঁজিবাজারের অবস্থাও ভালো নয় বলে মন্তব্য করেন ড. আহসান এইচ মনসুর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply