ঠাকুরগাঁও করেসপনডেন্ট:
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে যে সব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এজন্য কাজ চলছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য যা যা করা দরকার তা করা হবে বলেও জানান মন্ত্রী।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসাপাতাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ উপস্থিত ছিলেন।
সরকারি ও বেসকারি উদ্যোগে ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।
/এনকে
Leave a reply