ঢাবির হলগুলোয় এখনও চলছে উত্তেজনা

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় এখনও চলছে উত্তেজনা। গভীর রাতে যাদের হল থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছিলো; তারা লাঠিসোঁটা নিয়ে আবারও হলে ঢোকার চেষ্টা করছেন।

বুধবার (১৭ জুলাই) সকালে স্যার এ. এফ. রহমান হলের ৩টি ফটকে ভাঙচুর করা হয়। চলছে ইটপাটকেল নিক্ষেপ। সবমিলিয়ে, ক্যাম্পাসের ১৪টি হল থেকে কিছুক্ষণ পরপরই এমন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।

হলের আশপাশের এলাকায় গণমাধ্যমকর্মীদেরও যেতে দেয়া হচ্ছে না। সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে, কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জরুরি সিন্ডিকেট সভা। সকাল সোয়া ১০টার দিকে রেজিস্ট্রার ভবনে সিন্ডিকেট সদস্যদের বৈঠক শুরু হয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি মিটিং করেন তারা। প্রায় ঘণ্টাখানেক মিটিং করলেও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বৈঠক শেষে বেরিয়ে আসেন সিন্ডিকেট সদস্যরা।

এদিন সকাল থেকেই রেজিস্ট্রার ভবন এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের। বৈঠক শেষে পুলিশ ও বিজিবির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন সদস্যরা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply