৩ ‘সিরীয় শিশু’ খেলছিল, ইসরায়েলের হামলায় প্রাণ গেলো

|

ছবি: এপি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩ সিরীয় শিশু নিহত হয়েছে। এছাড়াও, ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। লেবাননের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, অ্যাম টুট শহরের কাছে একটি কৃষিজমিতে একটি ইসরায়েলি ড্রোন আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, শিশুরা তাদের বাড়ির বাইরে খেলছিল। ইসরায়েলি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

অন্যদিকে, ইয়ারিন শহরে একটি জলাশয় লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী ফসফরাস শেল দিয়ে কাফরকেলা শহরেও গোলাবর্ষণ করেছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

উল্লেখ্য, গাজায় আগ্রাসনের প্রতিবাদে ৯ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলও হামলা জোরদার করেছে দেশটিতে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply