এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মোবাইল নিউক্লিয়ার মিসাইলের মহড়া চালালো রাশিয়া। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ইয়ার্স মোবাইল মিসাইল লঞ্চার দিয়ে এই মহড়া চালানো হয়। ইয়ার্স থেকে ছোঁড়া মিসাইল অন্তত ১১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া, এটি ভূমি ও ট্রাক ক্যারিয়ারে মোতায়েন করা যায়।
এর আগে, চলতি মাসের শুরুতে একই মিসাইলের মহড়া চালিয়েছে মস্কো। এছাড়াও, ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিয়মিতই সামরিক মহড়া চালিয়ে আসছে দেশটি। বিভিন্ন সময় চীন, বেলারুশ, ইরান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সাথে যৌথ মহড়াও চালিয়েছে রুশ সেনারা।
/এআই
Leave a reply