পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই কারফিউ তুলে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি।

সরকার কারফিউ রাখতে চায় না; পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই কারফিউ তুলে নেয়া হবে। একথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের সময় এ কথা বলেন তিনি। সহিংসতায় তিনজন পুলিশ ও একজন আনসার সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এ আন্দোলন মোকাবিলা করেছে। অপরাধীদের একে একে চিহ্নিত করা হবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলার মেরিট অনুযায়ী চার্জশিট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply